শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কবিতা

৩২ নম্বরের স্মৃতি-বিস্মৃতি

মাশরুরা লাকী 

প্রকাশিত: ০৩:৫১, ১৬ আগস্ট ২০২১

আপডেট: ০৩:৫১, ১৬ আগস্ট ২০২১

Google News
৩২ নম্বরের স্মৃতি-বিস্মৃতি

এক মহাকাল সফরে বেরিয়েছি নীলাদ্রি বদনাম
ধ্রুপদী উল্লাসে কখনো কষ্টের মুদ্রায় মরুভূমিতে 
কখনো বা সপ্তসিন্ধু দশদিগন্তে বেদনার মিছিলে 
রক্তের জলজ ঘ্রাণে ভগ্নবুকে বিভ্রান্তির প্রজাপতি
চারিদিকে ব্যথার হেম, পাখিদের বিলাপ, সোনালীবর্ণ মগজ
ধূর্ত শেয়ালেরা রোদ পোহাচ্ছে লেফট-রাইট বুটের ভেতর 
রাজভক্ত দস্যুতার চোয়ালে ধ্বনিত হচ্ছে শপথবাক্য
মহাউল্লাসে পরিতৃপ্তির চুমুকে মুখ লুকায় কালের আব্রুতে
খুনিদের নেশা ধরে গিয়েছিল রক্তের দুর্বিনীত লাভায়
মৃত্যুর স্তব্ধতায় ৩২ নম্বরের স্মৃতি-বিস্মৃতিতে বিলীন মহানগরী
স্পর্ধিত জিহবায় উচ্চারণ করি, শুয়োরের বাচ্চা এ দেশ ছাড়"
কৃষক শ্রমিক-মজুর শ্রমের শক্তিতে এক হলো
আমি দুর্বার সাহসে ফিরে আসি ১৫ ই আগষ্ট 
রক্তের মানচিত্রের আদি ঠিকানায়।
বাঙালির জাতি পিতাকে বিনম্র শ্রদ্ধা জানাই।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের