শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কবিতা

বিদায়ের আয়োজন 

জোয়াইরিয়া বিনতে আজিজ

প্রকাশিত: ০৩:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৩:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২১

Google News
বিদায়ের আয়োজন 

জোয়াইরিয়া বিনতে আজিজ

রয়ে যায় মরুভূমিতে প্রখর 
তপ্ত বালুকা মন,
শেষ বিদায়ের সাজসজ্জায়
কতই না আয়োজন! 

এখানে রবে না আত্মীয় আর
রবে না কোনো জন,
শবের উপর ফুলগুলো সব
সাজবে কতক্ষণ!

রঙিন পোশাকে লাগে দারুণ 
ঢের সুন্দর তন,
নাসিকায় আর শ্বাস নেই 
আগাগোড়া সাদা এখন।

আতর এবং আগরবাতি
চেরাগের ধোঁয়া যখন,
ডাকলে আর দেবে না সাড়া
মুর্দা জড়ানো কাফন।

অগোচরে কাঁদে কোথায় পাবে
মায়াবী এ বাঁধন,
ছেড়ে ছুঁড়ে সব দুনিয়াদারী 
চলছে গোর খনন।

মাটি তার অপেক্ষা করে
সাওয়াল-জওয়াব ক্ষণ,
তলক্বিন শেষ; এখানেই ইতি
কথা বলে না জীবন।

জোয়াইরিয়া বিনতে আজিজ: শিক্ষার্থী, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের