শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভাষা সৈনিক গাফফার চৌধুরী যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৬:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

Google News
ভাষা সৈনিক গাফফার চৌধুরী যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি

ভাষা সৈনিক ও যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক এবং কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী অসুস্থ। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়ার আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন আবদুল গাফফার চৌধুরী। সেবার বেশকিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে। ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতা ছিল ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিকের।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের