বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

করোনায় বরিশালে একদিনে আরো ১৮ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪২, ২৬ জুলাই ২০২১

আপডেট: ২৩:৪৬, ২৬ জুলাই ২০২১

Google News
করোনায় বরিশালে একদিনে আরো ১৮ জনের মৃত্যু

বরিশালে করোনা

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আরও ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৪১ জন , যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এসময়ে শনাক্ত হয়েছে ৪৬ দশমিক ৮৪ শতাংশ।

হাসপাতালের কর্তৃপক্ষ থেকে জানা যায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ১৬ জন মৃত্যুবরণ করেছে । এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিলো। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন রোগী। যাদের মধ্যে ৩৭ জন পজিটিভ ছিলেন।

করোনায় মৃতদের মধ্যে পিরোজপুরে ১ জন, বরগুনায় ৭ জনসহ মোট ৮জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আর মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।  

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৩৮২ জন নিয়ে মোট ১২ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট তিন হাজার ৬৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট তিন হাজার ১০৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট চার হাজার ছয়জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট দাঁড়িয়েছে তিন হাজার ৭০৪ জন।

রেডিওটুডে নিউজ//ইকে

রেডিওটুডে নিউজ/এএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের