শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৬, ১৫ আগস্ট ২০২২

Google News
আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকাল থেকে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসময় স্বাভাবিক আছে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম আরটিভি নিউজকে স্থল বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমদানি রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ কর্মকর্তা স্বপন চন্দ্র দাস আরটিভি নিউজকে জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে একদিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের