বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

কিউকম ইস্যু: একদিনের রিমান্ডে আরজে নিরব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:২৭, ৯ অক্টোবর ২০২১

আপডেট: ০৪:০৩, ৯ অক্টোবর ২০২১

Google News
কিউকম ইস্যু: একদিনের রিমান্ডে আরজে নিরব

আরজে নিরব (ফাইল ছবি)

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ূন কবির নিরব ওরফে আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে আরজে নিরবকে গ্রেপ্তার করা হয়।

এর আগে পল্টন থানার একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের