বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

পেঁয়াজ ও চিনির আমদানি শুল্ক কমলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৯, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ০৩:৪৯, ১৫ অক্টোবর ২০২১

Google News
পেঁয়াজ ও চিনির আমদানি শুল্ক কমলো

ফাইল ছবি

দাম বাড়তে থাকায় পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্যদিকে চিনি আমদানিতে থাকা নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পেঁয়াজ আমদানিতে বর্তমানে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পেঁয়াজ আমদানিতে শুল্ক মওকুফ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমদানিকারকদের অব্যাহতি দেয়া হয়েছে। তবে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ বলবদ।

চিনির নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর পেঁয়াজের নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের