শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন নিয়ে মতবিনিময় সভা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৫, ৭ নভেম্বর ২০২১

Google News
ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন নিয়ে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় অতিথিরা

‘ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন: সমকালীন সমস্যা ও সংকট’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই । ঐক্যবদ্ধ থাকলে ইউনানী আয়ুর্বেদিক খাতের সকল সমস্যা সমাধান করা সম্ভব।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আরও বলেন, মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, সুতরাং লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।

সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর এর অধ্যক্ষ ডা. স্বপন দত্ত বলেন, বিগত সময়ের ভেদাভেদ ও ভুলভ্রান্তি ভুলে যেতে চাই, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ইউনানী-আয়ুর্বেদিক খাতে আনতে চাই নতুন যুগ ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়ুর্বেদিক শিল্প সমিতির সাধারণ সম্পাদক ও হামদর্দ বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মিজানুর রহমান, ইউনানী আয়ুর্বেদিক অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আলমগীর হোসেন, স্বাধীনতা দেশীয় চিকিৎসক পরিষদ -স্বাদেচিপ'র সভাপতি দৌলত আল মামুন, তিব্বিয়া হাবীবিয়া কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সাকী।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের