মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

দুই দেশ থেকে এল ৩৭ হাজার মেট্রিক টন চাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩০, ২৯ জানুয়ারি ২০২৫

Google News
দুই দেশ থেকে এল ৩৭ হাজার মেট্রিক টন চাল

ভারত ও মিয়ানমার মিলিয়ে দুই দেশ থেকে মোট ৩৭ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন ও ভারত থেকে ১৫ হাজার মেট্রিক টন।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব চালের মধ্যে জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টোরি আর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যান্ডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের