শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪:১৮, ১৭ মার্চ ২০২২

Google News
ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

ছবি: রেডিও টুডে

ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার।

বুধবার (১৬ মার্চ) ভ্যাট প্রত্যাহারের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে।

এর আগে সোমবার (১৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট প্রত্যাহার-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে সব ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ সুযোগ বহাল থাকবে।

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের