শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ট্যাক্স নিবে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:০১, ২২ মার্চ ২০২২

Google News
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ট্যাক্স নিবে ডিএনসিসি

সংগৃহীত ছবি

এপ্রিল মাস থেকে সিটি কর্পোরেশনের সকল ট্যাক্স মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে  দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২১ মার্চ) রাজধানীর গুলশানে সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে, সিটি কর্পোরেশন ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র। 

ডিএনসিসি মেয়র বলেন, আগামী মাস থেকে এই পদ্ধতিতে কর পরিশোধ করার সুবিধা থাকলেও প্রচারণা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বিকাশ ও সিটি কর্পোরেশন। এ মাধ্যম বাস্তবায়নে বিল ও কর পরিশোধের জন্য বাড়ির মালিকদের একটি একাউন্ট তৈরির জন্য মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল আইডি সিটি কর্পোরেশনের নিকট জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।    

এছাড়াও এই মাধ্যমে যে কোনো ধরণের তথ্য খুব সহজে স্বল্প সময়েই গ্রাহকদের জানিয়ে দেওয়া যাবে বলেও জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের