বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২৮ জুলাই ২০২১

আপডেট: ০২:২৯, ২৯ জুলাই ২০২১

Google News
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

ছবি: রেডিও টুডে প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নমুনা দিতে ইকবাল (৪৩) নামের একজন মারা গেছেন।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, গত একসপ্তাহ যাবত তিনি জ্বর, ঠান্ডা সহ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন ইকবাল। আজ বুধবার তাকে করোনা ভাইরাস পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়।

সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার প্রতিক্ষায় ছিলেন। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে মৃত্যু নিশ্চিত করেন৷

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইকবাল নামের ব্যক্তিটি করোনা ভাইরাস  সাসপেক্টেট ছিলেন।

সকালে হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থা তিনি অচেতন হয়ে ঢলে পড়লে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আমরা ইসিজি করলে রিপোর্টে উনাকে মৃত পাওয়া  যায়।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের