শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

একলাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৪:২৭, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
একলাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

আটককৃত তিন রোহিঙ্গা

কক্সবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উখিয়া সীমান্তে ভোরে ও টেকনাফ সীমান্তে সোমবার (১৯ সেপ্টেম্বের) রাতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, উখিয়া সীমান্তে মঙ্গলবার রাজাপালং ইউনিয়নের তুলাতলী বেতবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০-সি ব্লকের বাসিন্দা আলী হোসেন, একই ক্যাম্পের এফ-১৪ ব্লকে এর মো. ইউনুস ও ডি-৮ ব্লকের হোসেন আহম্মেদ।

তিনি আরও বলেন, বেতবুনিয়া এলাকার মধ্য দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হওয়ার খবরে বিজিবির একটি টিম অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক ৫ ব্যক্তিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তিন জনকে আটক করে। তাদের কাছে থেকে ছোট্ট একটি বস্তার ভেতর পাওয়া যায় ইয়াবা। 

আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের