বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ব্রাহ্মণবাড়িয়ার ট্রলারডুবির ঘটনা তদন্তে কমিটি গঠন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫:২১, ২৮ আগস্ট ২০২১

Google News
ব্রাহ্মণবাড়িয়ার ট্রলারডুবির ঘটনা তদন্তে কমিটি গঠন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এবার ট্রলারডুবির এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। শুক্রবার (২৭ আগস্ট) তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

হায়াত উদ-দৌলা খান জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের