শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

লক্ষ্মীপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২১

Google News
লক্ষ্মীপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যেই শক্তি, তথ্যেই মুক্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিনটি পালন করছে জেলায় কর্মরত সাংবাদিকসহ বেসরকারী এনজিওগুলো। এরআগে শহরে ওয়েলকাম কমিউনিটি চাইনিজ রেস্টুরেন্টে  সু-শাসনের জন্য নাগরিক সুজন ও বেসরকারি এনজি সংস্থা এনআরডিএস এর উদ্যোগে গোলটেবিল  বৈঠক অনুষ্ঠিত হয়।

সুজনের জেলা সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে আরো ছিলেন জেলা নাগরিক কমিটি সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, দত্তপাড়া ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক সুলতানা মাসুমা, এনআরডিএস প্রকল্প ম্যানেজার বিপ্লব কুমার ভৌমিক, সাংবাদিক এমজে আলম,জহির উদ্দিন আব্বাছ হোসেন, সুজন’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান ভুট্টো, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, হাবিবুর রহমান সবুজ প্রমুখ। 

এসময় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন আয়োজকরা।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের