শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

চট্টগ্রামের বাসায় বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৩, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৫৯, ১৭ অক্টোবর ২০২১

Google News
চট্টগ্রামের বাসায় বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

ছবিসূত্র: ইন্টারনেট

চট্টগ্রামের বালুছড়া এলাকার তিন তলা ভবনের নীচ তলার এক বাসায় রোববার সকালে  বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. ফারুক। দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুজন হলেন আবুল কালাম ও মো. ফোরকান। তারা মেস বাসায় থাকতেন। 

ফায়ার সার্ভিস বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন জানান বালুছড়া কাশেম কলোনিতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে, তবে কীভাবে সেখানে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তবে পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে তিনি  বলেন, পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি তিন তলা ভবনের নিচ তলার একটি কক্ষে বিস্ফোরণের পর  স্থানীয়রা ওই কক্ষ থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কয়েকজন নির্মাণ শ্রমিকের বাসস্থান হিসেবে ব্যবহৃত ওই বাসায়  বিস্ফোরণে দেয়াল ভেঙে পাশের কক্ষেও আরেকজন আহত হন। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা, বলেন কবির হোসেন।
 

রেডিওটুডে নিউজ/এমএস/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের