শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাপ্তাইয়ে দুই সন্ত্রাসী দলের বন্দুকযুদ্ধ: নিহত ১

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৩৪, ৯ জুলাই ২০২১

আপডেট: ০৮:১৭, ৯ জুলাই ২০২১

Google News
কাপ্তাইয়ে দুই সন্ত্রাসী দলের বন্দুকযুদ্ধ: নিহত ১

প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুই দল সশস্ত্র সন্ত্রাসীর বন্দুকযুদ্ধে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার বিকালে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী তিনছড়ি নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক দলগুলোর দুটির সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বিকালে গুলি বিনিময়ের পর নিকটবর্তী পানছড়ি জোন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সেখানে গেলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে পালিয়ে যায় এবং সেই সময় সেনা সদস্যরা সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।

তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি কোন সূত্রই। তবে তার আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর বলে জানা গেছে। 

রাইখালী ইউপি পরিষদ চেয়ারম্যান ছায়ামং মারমা জানিয়েছেন, ওই এলাকা থেকে গুলাগুলির খবর আমিও পেয়েছি,তবে কেউ মারা গেছে কিনা জানি না।

পুলিশের কাপ্তাই সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ রাত দশটায় জানিয়েছেন, দিনের বেলায় দুর্গম সেই এলাকায় গোলাগুলির ঘটনার পর বিকালে সেখানে একজনের মৃতদেহ পড়ে থাকার খবর শুনে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ(ওসি) ফোর্স নিয়ে সেখানে গেছেন। সেখানে আনুমানিক ৪৫ বছর বয়সী একটি মৃতদেহ পেয়ে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা পুলিশ থানায় নিয়ে এসেছে, লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি,পোস্টমর্টেম এর পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ঠিক কাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে কিংবা নিহত ব্যক্তিই বা কে, বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। 


 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের