মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫১, ২২ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৪৬, ২২ অক্টোবর ২০২১

Google News
কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আটককৃত ইকবাল (ছবি: সংগৃহীত)

বহুল আলোচিত কুমিল্লার পুজা মন্ডপের ঘটনায় সন্দেহভাজন আটককৃত ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে কক্সবাজার পুলিশ প্রশাসন।

শুক্রবার সকালেই পুলিশের একটি টিম তাকে নিয়ে কুমিল্লার পথে রওয়ানা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ দিকে কক্সবাজার সৈকত থেকে তাকে আটক করা হয়। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে কক্সবাজার পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল নামে একজনকে রাতে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে কুমিল্লার পুজা মন্ডপের ঘটনার সাথে জড়িত সেই ইকবাল বলে সনাক্ত করা হয়েছে। আটক ইকবালকে শুক্রবার সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটক ব্যাক্তি সৈকতে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সৈকত থেকে তাকে গ্রেফতার করে। আটক ব্যাক্তি কুমিল্লার ঘটনার সাথে জড়িত ইকবাল কিনা তা কুমিল্লা পুলিশ নিশ্চিত করবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের