বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ০২:২১, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ০২:২১, ১৪ জানুয়ারি ২০২২

Google News
ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

ফেনীর পরশুরামে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারী শাহীন হত্যা মামলার আসামি কারান্তরীণ মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো প্যারোলো মুক্তি পেয়ে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন।

বৃহস্পতিবার (১৩জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেন। তখন শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানেই নুরুজ্জামান ভুট্টোকে হাসি-খুশি থাকতে দেখা গেছে। তাকে দেখে কোনোভাবেই বুঝা যাচ্ছিলো না তিনি কারাগার থেকে সরাসরি মাত্র অনুষ্ঠানকালীন সময়ের জন্য প্যারোল মুক্তি পেয়ে শপথ নিতে এসেছেন।

এর আগে শপথ গ্রহণ করতে কারাবন্দি মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসক ৩ ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।

এ ব্যাপারে ফেনী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, শপথ গ্রহণ শেষে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। ৩ ঘন্টার জন্য প্যারোলো মুক্তি থাকলেও শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হতে অনেক কম সময় লেগেছে।

এর আগে গত ১১ জানুয়ারি ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও কারান্তরীণ থাকায় মির্জানগর ইউপি চেয়ারম্যান ভুট্টোর শপথ গ্রহণ হয়নি।

গত ২৮ নভেম্বর মির্জানগর ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন হন। গত ২৩ ডিসেম্বর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে শাহজালাল বেকারির সাথে আবু বকর সিদ্দিক ফিস ফিড দোকানের সামনে শাহীন চৌধুরীকে দোকানের পাওনা টাকা চাওয়ায়
ক্ষিপ্ত হয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম পরশুরাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ৫ জানুয়ারি র‌্যাব মো. নুরুজ্জামান ভুট্টোকে গ্রেফতার করে। এই মামলায় ভুট্টো এজাহার নামীর ২ নম্বর আসামি।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্যারোলো মুক্তি পেয়ে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন। আদালতের বিচারাধিন বিষয় নিয়ে কোন কথা বলতে রাজি নয়। অভিযুক্ত কিনা তা আদালতের মাধ্যমে প্রমান হলে।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের