বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৮, ৩০ নভেম্বর ২০২২

Google News
সাজেকে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙামাটির সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওরফে জেএসএসের এককর্মী নিহত হয়েছে। নিহতের নাম সুখেন চাকমা (২০)। এ ঘটনায় আহত হয় সজিব চাকমা (২১) নামে আরও একজন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া মিটপয়েন্টে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল বাড়িয়েছে যৌথবাহিনী।

অভিযোগ রয়েছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া মিটপয়েন্টে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওরফে জেএসএসে দুই কর্মী সজিব চাকমা ও সুখেন চাকমা মোটরসাইকেল যোগে সাজেক যাচ্ছিল। কিন্ত এ আগে ওই এলাকায় ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারাত্মক আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে মৃত্যু হয় সুখেনের। এ ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে আসে যৌথবাহিনী।

রাঙামাটি সাজেক থানার কর্মকর্তা মে. নূরুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধারের কাজ করছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের