বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বেনাপোল ৮ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ বারসহ দুই পাচারকারী আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৭, ২৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ০৪:১৪, ২৬ জানুয়ারি ২০২৩

Google News
বেনাপোল ৮ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ বারসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শা কায়বা সীমান্তে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

বুধবার বিকালে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির সদস্যরা দুই পাচারকারীকে আটক করে।

খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান, ভারতে পাচারের সময় ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভির রহমানের নেতৃত্বে একদল বিজিবি বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো লোকানো স্বর্ন সহ একটি প্রাইভেট জব্দ করে। পরে প্রাইভেট কারের সামনের মিটারবক্সের মধ্য থেকে উদ্ধার করা হয় চালানটি। এ সময় আটক করা হয় সোনা পাচারের সাথে জড়িত শফিকুল ও হান্নান হোসেনকে।

শরিফুল পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে। আব্দুল হান্নান চাদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে। এ সময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান তিনি।

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে এক বছরে ৬৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এ সময় ৮৭ জনকে আটক করা হয়। পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে জানান সিও তানভির রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের