শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

বিএনপি এখন নেতৃত্ব সংকটে ভুগছে: নানক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ২৭ জানুয়ারি ২০২৩

Google News
বিএনপি এখন নেতৃত্ব সংকটে ভুগছে: নানক

বিএনপি আওয়ামী লীগের কাছে কোনো সাবজেক্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বলেছেন, বিএনপি আওয়ামী লীগের কাছে কোনো সাবজেক্ট নয়। বিএনপির লোকেরাও প্রধানমন্ত্রীর জনসভাতে  উপস্থিত হবে। কারণ বিএনপি এদেশ থাকে; বিচ্ছিন্ন কোনো দ্বীপের নাগরিক নয়।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে  সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ২৯ তারিখে প্রধানমন্ত্রীর জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেদিন জনসভা মাঠসহ সমগ্র রাজশাহী উত্তাল জনসমুদ্রে পরিণত হবে।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি কোনো দিনই নির্বাচনে জয় লাভ করতে পারেনি। তারা প্রত্যকবারই স্থুল কারচুপি করে ক্ষমতায় এসেছে। বিএনপি এখন নেতৃত্ব সংকটে ভুগছে। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের নামে অসাংবিধানিক সরকারের মাধ্যমে ক্ষমতা ভাগবাটোয়ারা করতে চায়।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় ও জেলা-মহানগরের নেতারা।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের