শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচন: ভোট কেন্দ্রে ককটেল, সংঘর্ষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২৩

Google News
চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচন: ভোট কেন্দ্রে ককটেল, সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের শুরুতেই একটি কেন্দ্রে আওয়ামী লীগ পার্থীর নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর আপেল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৭ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান।

এ সময় মাঠে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল এসে ককটেলটি উদ্ধার করে।

প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান জানান, সকালে ভোট গ্রহণ শুরুর আগে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), সামিউল হক লিটন (স্বতন্ত্র) ও কামরুজ্জামান খান (বিএনএফ)।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন ভোট দিতে এসে অভিযোগ করেন, ‘ভোটগ্রহণের শুরুতেই আমার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে। কেন্দ্রে এসে দেখলাম খবরটি সত্য। ’

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের