বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বগুড়ায় ভোটার উপস্থিতি কম ,ডিসি বলছেন আকাশ মেঘলা তাই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৩

Google News
বগুড়ায় ভোটার উপস্থিতি কম ,ডিসি বলছেন আকাশ মেঘলা তাই

বিএনপি দলীয় দুজন সংসদ সদস্যের পদত্যাগ জনিত কারণে শুন্য হওয়া বগুড়া সদর (বগুড়া ৬) ও কাহালু নন্দীগ্রাম (বগুড়া -৪) আসনে ভোট গ্রহণ চলছে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বগুড়া সদরের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম।

বগুড়া ২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপু ও বগুড়া ৪ সংসদীয় আসনে ১৪ দলের প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেনের সমর্থকরা কেন্দ্রগুলোতে ভোটার নিয়ে আসার তৎপর রয়েছে।

ভোটার উপস্থিতি না থাকার বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন, আজকে দিনটা মেঘলা। সে কারণে ভোটার উপস্থিতি কম। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলাম। সব জায়গায় শান্তিপূর্ন অবস্থা বিরাজ করছে। আশা করছি ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট দিয়ে ভোট উৎসব উপভোগ করতে পারবেন।

  •  

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের