বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

রামেক হাসপাতালে আরও চারজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

Google News
রামেক হাসপাতালে আরও চারজনের মৃত্যু

ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (রোববার) সকাল ৯টা থেকে  আজ (সোমবার) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। তাদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের। অন্য  একজনের বাড়ি রাজশাহীতে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনার সংক্রমণে কেউ মারা যাননি। তবে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চারজন মারা গেছেন। 

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৩ জন। ভর্তি রোগীদের মধ্যে  ৪৬ জনের বাড়ি রাজশাহীতে।এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ছয়জন, নওগাঁর ২২ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার দুজন, মেহেরপুরের দুজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন রয়েছেন।

এর আগে রোববার হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে আটজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীত সংক্রমণ শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ এবং নাটোরে ৭ দশমিক ৫৫ শতাংশ।

রেডিওটুডে নিউজ/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের