শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৩:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

Google News
ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন!

ফেসবুক থেকে সংগৃহীত

ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দিয়েছেন এক মোটরবাইকার। ট্রাফিক পুলিশ মামলা দেয়ায় ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটান ওই বাইকার।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের আগে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে একটি মোটর সাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশের লোকজন মোটরসাইকেলে পানি দিতে চাইলে তাদের বাধা দেন ক্ষুব্ধ মালিক। কারও কথা না শুনে নিজের গাড়িতে আরো পেট্রোল দিতে থাকেন। তাকে ওই মোটর সাইকেলে হেলমেট ছুড়ে মারতেও দেখা যায়।

এ প্রসঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ট্রাফিক আইন অমান্য করায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট তাকে একটি মামলা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটির আগুন নেভায়।

তিনি আরও বলেন, তার ক্ষুব্ধ হওয়ার আসল কারণ কী এবং কেন তিনি এমন করেছেন তা জানতে মোটরসাইকেলটি এবং ওই চালককে আমরা থানায় নিয়ে এসেছি।

জানা গেছে, ওই ব্যক্তির নাম শওকত আলম সোহেল। তবে কী কারণে তিনি নিজের মোটরসাইকেলে আগুন দিলেন সে বিষয়ে কিছু জানাননি।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের