শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ফেনীতে হামলা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৪৬, ১৯ অক্টোবর ২০২১

Google News
ফেনীতে হামলা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী

ছবি: সংগৃহীত

ফেনীতে মন্দির হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি প্রথমে ক্ষতিগ্রস্ত শহরের জয়কালী মন্দির এবং পরে জগন্নাথ বাড়ী ও রাজকালী মন্দিরসহ লুট ও ক্ষতিগ্রস্থ হওয়া দোকানপাট পরিদর্শন করেন।

পরিদর্শকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।

ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। এটি আছে এবং ভবিষ্যৎ ও বজায় থাকবে। বাংলাদেশ সম্প্রতি সকল ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। তারা স্বল্পোন্নত থেকে উন্নয়ন শীল দেশে পরিণত হয়েছে। ভারত সবসময় বাংলাদেশের সাথে আছে এবং থাকবে। বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারত। তবে হামলা ভাংচুরের বিষয় তাৎক্ষনাৎ কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের