শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

শ্রীনগরে অগ্নিদগ্ধ ভাইয়ের পর মারা গেল বোন

আরিফ হোসেন

প্রকাশিত: ০৬:৩৯, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ১২:৪৩, ২০ অক্টোবর ২০২১

Google News
শ্রীনগরে অগ্নিদগ্ধ ভাইয়ের পর মারা গেল বোন

ফাইল ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ভবনে আগুন লেগে ভাইয়ের পর এবার মারা গেলো বোন। আর তাদের মা খাদিজা আক্তার মিম গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ ভর্তি রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এর আইসিইউতে মারা যায় চার বছরের শিশু আয়সা আক্তার। এর আগে সোমবার রাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুই বছরের শিশু আয়াস।

ওদিন রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব মুন্সীয়া গ্রামের তিনতলা ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে এসি ছেড়ে ২ বছরের ছেলে আয়াস ও ৪ বছরের মেয়ে আয়সাকে নিয়ে ঘুমিয়েছিলেন মা খাদিজা আক্তার মিম। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আয়াস। গুরুতর অবস্থায় খাদিজা ও তার মেয়ে আয়সাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাতে শিশু আয়সাও মারা যান। ঘটনার সময় গৃহকর্তা বাপ্পী মৃধা ভবনের পাশে মুরগির খামারে কাজ করছিলেন।

পুলিশ সুপার আব্দুল মোমেন জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে তিনি বলেন, মশার কয়েল থেকে ওই কক্ষে আগুন লাগে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তার স্ত্রী খাদিজা আক্তার মিম কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামের আব্দুল জলিল বেপারীর কন্যা। স্থানীয়রা জানায়, তাদের স্বামী-স্ত্রী মধ্যে কোন বিষয় নিয়ে ঝামেলা ছিল না।  

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের