বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির চাহিদা বাড়ছে

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২১ অক্টোবর ২০২১

আপডেট: ২১:২৮, ২১ অক্টোবর ২০২১

Google News
মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির চাহিদা বাড়ছে

মোংলা বন্দরে পন্যবাহী জাহাজ (শুভ্র শচীন, রেডিও টুডে)

বৈদেশিক বাণিজ্যে দিন দিন সক্ষমতা বাড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দরের। প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে বন্দরটি যে অবদান রেখে আসছে সাম্প্রতিক সময়ে এসে সেটি আরো গতি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত হলে তখন এ বন্দরই হয়ে উঠবে দেশের বাণিজ্যের অন্যতম প্রধান অঞ্চল। তার আগে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। 

বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সী জানান, ইতোমধ্যে বিশ্বের খ্যাতনামা পোশাক বিপণনকারী কোম্পানি এইচ অ্যান্ড এম (হেন্স অ্যান্ড মরিটজ) মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও ইউরোপ-আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। 

মঙ্গলবার মোংলা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি ছয়টি বিল অব এন্ট্রির বিপরীতে এক হাজার ৫৮৫ প্যাকেজের ২০ মেট্রিক টন তৈরি পোশাক দুটি কনটেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করেছে পোলেন্ডের এ কোম্পানিটি।
মাকরুজ্জামান বলেন, এ তৈরি পোশাকগুলো গাজীপুরের চারটি প্রতিষ্ঠান মেসার্স ফ্লেমিং ফ্যাশন লি. মেসার্স মেট্রিক্স সোয়েটার লিমিটেড, দিগন্ত সোয়েটার ও লিবাস টেক্সটাইল লিমিটেড থেকে মোংলা বন্দরে আনা হয়েছে। যা কনটেইনারবাহী জাহাজে পোল্যান্ডের উদ্দেশে বন্দর ত্যাগ করবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে মোংলা বন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হবে। এতে এ বন্দরে আরও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
 

রেডিওটুডে নিউজ/এমএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের