বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভাসানচরে ফের সাড়ে ৮ হাজার রোহিঙ্গাকে ত্রান দিলো কাতার চ্যারিটি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৬, ২১ অক্টোবর ২০২১

Google News
ভাসানচরে ফের সাড়ে ৮ হাজার রোহিঙ্গাকে ত্রান দিলো কাতার চ্যারিটি

ভাসানচরে ফের সাড়ে ৮ হাজার রোহিঙ্গাকে ত্রান দিলো কাতার চ্যারিটি

নোয়াখালীর ভাসানচরে ষষ্ঠ দফায় প্রায় সাড়ে ৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি। খাদ্যসামগ্রীর মধ্যে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মসলা ও আলু। সেখানকার দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় কাতার চ্যারিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাতার চ্যারিটির রিলিফ কো অর্ডিনেটর তানভীর এলাহী জানান, এই দফায় ২ লাখ ১০ হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে এক মাসের খাবার দেয়া হয়েছে। 

এ বিষয়ে ভাসানচরের ক্যাম্প ইনচার্জ সুপ্রভাত চাকমা বলেন, ভাসানচর একটি সম্ভাবনাময় স্থান এবং বাংলাদেশ সরকারের আশ্রায়ন প্রকল্প -৩ এর অন্তর্ভুক্ত। রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে সহায়তা করার জন্য এখনও অনেক এনজিও ও জাতিসংঘ কার্যক্রম শুরু করেনি। এ অবস্থায় কাতার চ্যারিটি যে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের