শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভারতে পাচার কালে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ২২ অক্টোবর ২০২১

Google News
ভারতে পাচার কালে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ছবি: রেডিও টুডে

হিলি সীমান্তে দিয়ে ভারতে পাচারকালে ৪ পিস স্বর্ণের বারসহ নজরুল ইসলাম নজু (৫০) নামের এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

স্বর্ণের বারসহ নজরুল ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল রফিকুল ইসলাম।
 
হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতে পাচারকালে গোপন সংবাদ ভিত্তিতে হিলির রায়ভাগ সীমান্তের ২৮৬/১৪ সাব পিলারের সন্নিকটে বিজিবি একটি টহল দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মটরসাইকেল আরোহী নজরুল ইসলামকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত মটর সাইকেল তল্লাশি করে উইং সেটের ভিতর থেকে ৪শ ৬৬ গ্রাম ওজনের ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক নজরুল ইসলাম রায়ভাগ গ্রামের আতাবুদ্দিনের ছেলে। আটককৃত স্বণের বার ও মটর সাইকেলের সিজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের