বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

গোপালগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ২৪ অক্টোবর ২০২১

Google News
গোপালগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের

ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) এ উপজেলার মোট ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর - কাশিয়ানী আংশিক) -এর সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ৭টি ইউনিয়নে দলীয় মনোনয়ন দিয়েছেন।

অপর দিকে, গোপালগঞ্জ-২ আসন (গোপালগঞ্জ- কাশিয়ানী আংশিক) এর আওতাভুক্ত বাকি ৭টি ইউনিয়নে ইউপি নির্বাচন উন্মুক্ত ঘোষণা করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।  

কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ৬ নং রাতইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু। সতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ ন্যাজরীন মিশনের সাবেক ডিএস ও রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাস চেয়েছেন টেলিফোন প্রতীক, রাতইল ইউনিয়ন পরিষদ থেকে দু'বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু চেয়েছেন আনারস প্রতীক, সতন্ত্র প্রার্থী মো. মনা মিয়া চেয়েছেন মটর সাইকেল প্রতীক। 

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর দলীয় মনোনয়ন নিয়ে (হাতপাখা প্রতীক) নির্বাচনের প্রতিদ্বন্দিতা করবেন মো. আল আমিন। 

এদিকে রাতইল ইউপি নির্বাচনকে সামনে রেখে দিন-রাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা। বাড়িতে বাড়িতে গিয়ে সকল শ্রেণি-পেশার ভোটারদের নিকট ভোট চাইছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। 
 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের