বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

শাহজালালে বিমান থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ অক্টোবর ২০২১

Google News
শাহজালালে বিমান থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সেখানে মোট ১০৪টি স্বণের্র বার ছিল, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। 

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত বিজি-৪১৪৮ ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে দুপুর সাড়ে ১২টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের