বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

একদিন কাটতেই আবারও ময়লার গাড়ির চাপায় পথচারীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪০, ২৫ নভেম্বর ২০২১

Google News
একদিন কাটতেই আবারও ময়লার গাড়ির চাপায় পথচারীর মৃত্যু

নিহত কবির খান

মাত্র একদিনের ব্যবধানে আবারও রাজাধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে এ ঘটনা ঘটে। নিহত কবির খান (৪৫) দৈনিক প্রথম আলোর সাবেক কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য সব যানবাহনের সঙ্গে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িটি আটকে ছিল। সিগন্যাল ছাড়া মাত্রই সিগন্যালে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আহসান কবীর খান ছিটকে পড়েন। তিনি বাইকের পেছনে ছিলেন। তাঁর মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর সেখানে লোকজন ধাওয়া করে গাড়িটিকে আটক করে। তবে এর আগেই পালিয়ে যান গাড়িটির চালক।

ডিএমপির (ট্রাফিক) সহকারী কমিশনার জাহিদ আহসান জানান, মরদেহ কলাবাগান থানায় রাখা হয়েছে। ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এর আগে গতকাল সকালে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী একটি গাড়ি নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয়। সেই ঘটনায় যখন রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, এরই মাঝে আবারও ঘটলো অনুরূপ ঘটনা।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের