নভেম্বরের শেষভাগে দেশে ফিরবেন তারেক রহমান : এম এ মালিক

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

Radio Today News

নভেম্বরের শেষভাগে দেশে ফিরবেন তারেক রহমান : এম এ মালিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৮, ২ নভেম্বর ২০২৫

Google News
নভেম্বরের শেষভাগে দেশে ফিরবেন তারেক রহমান : এম এ মালিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষভাগে দেশের ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

শনিবার (০১ নভেম্বর) বিকালে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় আয়োজিত গণসমাবেশে এ কথা জানান তিনি। জনসভায় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এম এ মালিক বলেন, ‘জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান।

কোটি কোটি জনতা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি দেশের বাইরে থেকেও সংগঠনগুলোকে সুসংগঠিত রেখেছেন। ইনশাআল্লাহ নভেম্বরের শেষ দিকেই তিনি দেশে ফিরবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, ‘দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ—এই তিন উপজেলার মানুষ আজ দল-মত-নির্বিশেষে একত্রিত হয়েছেন। তারা চান আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। এজন্য তারা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই।

একদিনেই নির্বাচন হলে দেশের জনগণের ভোগান্তি কমবে—এটাই আমাদের অবস্থান।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের