রাতের অন্ধকারে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

৩০ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

৩০ কার্তিক ১৪৩২

Radio Today News

রাতের অন্ধকারে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৫, ১৪ নভেম্বর ২০২৫

Google News
রাতের অন্ধকারে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিকদল নেতা আবদুল মান্নান (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সরফভাটা এলাকার বুলইন্নার বাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা মুহিদুল্লাহ–বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

স্বজনরা জানান, বাড়ি সরফভাটায় হলেও তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে পথচারীরা বুলইন্না বাড়ির টেক এলাকার কাছে সড়কের নির্জন স্থানে মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মোটরসাইকেলটি ঘটনাস্থলের পাশেই ছিল। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে—তা এখনো জানা যায়নি। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুরো এলাকা তখন অন্ধকারে ঢাকা। রাস্তার পাশে তার নিথর দেহ পড়ে ছিল, পাশে একটি মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে—একটি বাম চোখের কাছে, একটি বাম হাতে এবং পেটের ডান পাশে দুটি।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের