বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। চাঁপাইনবাবগঞ্জে আগামী দুইদিন শনিবার ও রোববার (১৫ ও ১৬ নভেম্বর) কিছু এলাকায় ৯ ঘণ্টা এবং কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাচ্ছে যে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, রাজশাহী নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জানানো হয়েছে ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য আগামী শনিবার সাহেব বাজার, মাস্টারপাড়া, কুমারপাড়া, সাগরপাড়া, বোষপাড়া, পঞ্চবট্টি, বাসার রোড, মীরেরচক, কেদুর মোড়, আহমেদপুর, রামচন্দ্রপুর, টিকাপাড়া, তালাইমারী, মতিহার, কাজলা, জাহাজঘাঁট, ফুলতলা, মিজানের মোড়, ডাশমারী, খোজাপুর এবং তৎসংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো।
রেডিওটুডে নিউজ/আনাম

