শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

রাজধানীতে একই পরিবহনের দুই বাসের পাল্লার বলি হলো শিশু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৪, ২১ জানুয়ারি ২০২২

আপডেট: ০৩:৩৯, ২১ জানুয়ারি ২০২২

Google News
রাজধানীতে একই পরিবহনের দুই বাসের পাল্লার বলি হলো শিশু

রাজধানীর মগবাজারে দুই বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার বলি হয়েছে মো. রাকিবুল (১৩) নামে এক শিশু। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মাঝে চাপা পরে তাঁর মৃত্যু হয়। 

নিহত রাকিবুলের বাবার নাম নুরুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গাছুয়া পাড়া গ্রামে।

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনা দোকানি হারুন অর রশিদ জানান, ঘটনার সময় বাসের যাত্রীদের কাছে জানালা দিয়ে চিপস বিক্রি করছিল শিশুটি। এ সময় আজমেরী পরিবহনের দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে একটি অপরটির খুব কাছে চলে আসে। এতে ওই দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিগন্যালের সময় শিশুটি চিপস বিক্রি করছিল। হঠাৎ সিগন্যাল ছাড়লে বাস দুটি টান দেয়। দুটি বাসের মাঝখানে পড়ে শিশুটির মৃত্যু হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মগবাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের