শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

মাদক মামলায় ৪ নাইজেরিয়ান কারাগারে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬:২৭, ২৯ জুলাই ২০২১

Google News
মাদক মামলায় ৪ নাইজেরিয়ান কারাগারে

রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার ৪ নাইজেরিয়ান নাগরিককে মাদক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার আসামিরা হলো-ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত আসামিদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা  এ তথ্য নিশ্চিত করেছে।  

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সোহেল সিকদার আসামিদের আদালতে হাজির করার পর প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে পল্লবী থানার কালশী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল হুইস্কি, ৩২টি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের