শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

৮ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৫৩, ৪ আগস্ট ২০২১

Google News
৮ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

ফাইল ছবি

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া ব্যবসায়ী নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত এই বিষয়েশুনানি শেষে হেলেনার রিমান্ড মঞ্জুর করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা দুটি মামলায় ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এসময় পল্লবী থানার পুলিশ তাকে ওই দুই মামলায় ফের ৭ দিন করে রিমান্ডের আবেদন করে।

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে হেলেনা জাহাঙ্গীরের নামে পল্লবী থানায় গত সোমবার বিকেলে আব্দুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী দাবি করেন যে, হেলেনা জাহাঙ্গীর তার মালিকানাধীন ‘জয়যাত্রা টেলিভিশন ‘ ভোলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার নামে ৫৪ হাজার টাকা নিয়েছেন। তিনি ওই টিভিতে কয়েক মাস কাজও করেছেন। প্রতি মাসে তার কাছ থেকে তিন হাজার টাকা করে নিত জয়যাত্রা টিভি। কর্তৃপক্ষ।

তাছাড়াও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিশেষ বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্যপ্রাণী আইনেও মামলা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের