শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২৩:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২১

Google News
কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর (ফাইল ছবি)

গুজব ছড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন এর আদালত আগামী ৩০ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছে, রাষ্ট্রচিন্তা কর্মী দিদারুল ইসলাম ভূঁইয়া, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল, বিএলই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন, প্রবাসী ব্যবসায়ী শমিউল ইসলাম খান ওরফে জুলকারনাইন স্যার খান, আশিক ইমরান এবং ওয়াহিদুন নবী স্বপন।

লেখক মুশতাক আহম্মেদ মারা যাওয়ায় চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া অব্যাহতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার নামে অজ্ঞাত ব্যক্তিকে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের