শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বৈরি আবহাওয়ায় শিমুলিয়ায় ২ ও ৪ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত, শুধু ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ২৯ জুলাই ২০২১

Google News
বৈরি আবহাওয়ায় শিমুলিয়ায় ২ ও ৪ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত, শুধু ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার

ছবি: ফারজানা মীর্জা, মুন্সীগঞ্জ

বৈরী আবহাওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়ার ২ ও ৪ নম্বর ঘাটের রেম সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই দুটি ঘাটই বন্ধ রাখা হয়েছে। অলস ফেরি নোঙ্গর রাখায় ১ নম্বর ঘাট ব্যবহার হচ্ছে না। এখন শুধু ৩ নম্বর ঘাট ব্যবহার করে সীমিত ফেরি চলাচল করছে।এদিকে কঠোর বিধিনিষেধের ৭ম দিনেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই পদ্মা পাড়ি দিচ্ছেন অংসখ্য মানুষ।

এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক আহম্মদ আলী জানিয়েছে, নিম্ন চাপের কারণে পদ্মা উত্তাল। এমনিতেই পদ্মায় প্রচন্ড স্রোত ছিল। তর উপর নিম্ন চাপের কারণে নদীতে বড় বড় ঢেউ। ফেরিগুলো ঠিকমত চলতে পারছে না। ঘাটেও সমস্যা হচ্ছে। ফেরি ঘাটে ফিরতে এবং ছেড়ে যেতে সমস্যা হচ্ছে। ঘাটগুলো ডিসপ্লেস হয়ে যাচ্ছে। বহরের ১৮  ফেরির মধ্যে চলছে ৭টি। 

ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ বলেন, ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়া বা দক্ষিণবঙ্গে থেকে ঢাকা ফেরার প্রতিটি প্রাইভেট কার, মাইক্রোতে তারা নজরদারি করছেন। যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানা করছেন। অনেকেই প্রতারণার আশ্রয় নিচ্ছে। যারা বিধিনিষেধ উপেক্ষা করছেন তাদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের