মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

বৈরী আবহাওয়া ৪ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ২৯ জুলাই ২০২১

Google News
বৈরী আবহাওয়া ৪ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সার্ভিস ৪ ঘন্টা বন্ধের পর বিকাল ৪টায় সীমিত আকারে চলাচল ফের শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর ও পদ্মা নদীতে ১ নম্বর বিপদ সঙ্কেত থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। প্রচন্ড বাতাসে শিমুলিয়া বন্দরের ৪টি ঘাটের ২টির পন্টুন সরে যায়।

এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম  জানান, নদীতে প্রবল ঢেউ আর স্রোত থাকায় ফেরিগুলো হেলেদুলে ঝুঁকিতে নদী পাড়ি দিচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ নৌপথের দুপারে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার  কঠোর বিধিনিষেধের  মধ্যেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঝড়বৃষ্টি মাথায় নিয়ে কর্মস্থলে ফিরছে। ঢাকা ও এর আশেপাশের কর্মস্থলে যেতে মরিয়া হয়ে উঠেছে।

যাত্রীরা জানান, কাজ না করলে খাবো কী। লকডাউন কতদিন থাকবে তার ঠিক নেই। ঈদে গ্রামে গিয়ে পকেট ফাঁকা হয়ে গেছে। তাই কাজে ফিরে যাচ্ছি। ঘাটে জরুরি ও পণ্যবাহী যানবাহন ছাড়াও শতশত মানুষ ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। 
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের