শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ৩১ আগস্ট ২০২১

আপডেট: ২৩:০২, ৩১ আগস্ট ২০২১

Google News
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

ছবি: রেডিওটুডে

টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা, ধলেশ্বরী ও ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানি আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে। পানিতে তলিয়ে আছে এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ অন্যান্য স্থাপনা। বন্যা কবলিত এলাকার মানুষ পানিবন্ধি অবস্থায় জীবনযাপন করছেন। অনেক পরিবার বন্যামুক্ত এলাকায় আশ্রয় নিয়েছেন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের