শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন

মুসলিম উদ্দিন আহমেদ, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:৩৬, ১৫ জুলাই ২০২১

আপডেট: ১৫:০৫, ১৬ জুলাই ২০২১

Google News

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আইসিইউ ইউনিটের ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে হাইভোল্টেজ ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

এদিকে আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটের চিকিৎসাধীন ১০ রোগীসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খানসহ সংশ্লিষ্টরা হাসপাতালে ছুটে যান। 

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের