শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি বন্ধ, যানবাহনের লম্বা লাইন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ৫ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:৩৪, ৫ জানুয়ারি ২০২২

Google News
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি বন্ধ, যানবাহনের লম্বা লাইন

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারনে দুই পারে অসংখ্য যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। অন্তত ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান।

জানা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকা পর্যন্ত তিন শতাধিক যানবাহনের সারি আটকে আছে।

অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ী কল্যাণপুর এলাকা পর্যন্ত পারাপারের অপেক্ষায় আটকে আছে আরও তিন শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্স।

গোল্ডেন লাইন পরিবহণের চালক কামরুল হাসান বলেন, এ নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে মহাসড়কে আমাদের আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, রাত ১টার পর পদ্মায় প্রচণ্ড কুয়াশা বৃদ্ধি পায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফেরি বন্ধের কারণে দৌলতদিয়াপ্রান্তে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/এমএস/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের