বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

নতুন করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

Google News
নতুন করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

এনবিআর

নতুন করদাতাদের ভালো খবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড  (এনবিআর)। এনবিআর জানিয়েছে, ব্যক্তি পর্যায়ের যারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ ওই সময়ের মধ্যে যে কোনও দিন তারা রিটার্ন দাখিল করতে পারবেন।

কিন্তু সেই সুবিধা পাচ্ছে না পুরাতন করদাতারা। তাদেরকে আরকর রিটার্ন জমা দিতে হবে ৩০ নভেম্বরের মাঝেই।

সাধারণত, প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা দিতে হয়।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের