বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

৮ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স অক্টোবরে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৮, ৩ নভেম্বর ২০২২

Google News
৮ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স অক্টোবরে

অক্টোবর মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রায় ৭ দশমিক ৯ শতাংশ কমেছে। এ সময় এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার, যা গত আট মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো এক মাসের সর্বনিম্ন রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে টানা ২ বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বরে তা কমে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলারে নামে।

সে হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১ শতাংশ কম। তবে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। মূলত রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে প্রণোদনা দিচ্ছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার। জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে বেসরকারি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ১১৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্র মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবর মাসে ৭১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের