বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাঠগড়ায় লুকিয়ে মোবাইলে কথা বলছেন ওসি প্রদীপ, ছবি ভাইরাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৪, ২৫ আগস্ট ২০২১

আপডেট: ০৯:১৫, ২৫ আগস্ট ২০২১

Google News
কাঠগড়ায় লুকিয়ে মোবাইলে কথা বলছেন ওসি প্রদীপ, ছবি ভাইরাল

আলোচিত মেজর (অব) সিনহা মো. রাশেদ হত্যা মামলার শুনানির সময় কাঠগড়ায় নিচে লুকিয়ে মোবাইল ফোনে কথা বলেছেন এই মামলার দ্বিতীয় আসামী টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। 

সোমবার (২৩ আগস্ট) প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলাকালীন কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। প্রদীপের কথা বলার চিত্র প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।

ছবিতে দেখা যায়, আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন বরখাস্ত ওসি প্রদীপ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন সিনহা হত্যা মামলার এই আসামি। সেখানেই দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলই তাকে সেই ফোন সরবরাহ করেছিলেন বলে জানা যায়।

আদালতের আচরণবিধি অনুযায়ী, আদালত চলাকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ রাখার কথা। সেই অনুযায়ী এটি আইনের লঙ্ঘন। 
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের