বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

অভিযুক্ত দুইজনকে পুলিশে সোপর্দ

ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৪ কোটি টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১১, ১৯ জুন ২০২১

আপডেট: ০৩:১৯, ১৯ জুন ২০২১

Google News
ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৪ কোটি টাকা উধাও

ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের শাখার ভল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত ‍বৃহস্পতিবার (১৭ জুন) ওই শাখার কর্মকর্তারা জানতে পারেন যে, ভল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়ে গেছে।

টাকা উধাওয়ের ঘটনায় ঢাকা ব্যাংকের যে দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে তারা হলেন- বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। গত বৃহস্পতিবারই তাদের বংশাল থানা পুলিশে সোপর্দ করা হয়।

ব্যাংকটি বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর এখনই এই নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বাংশাল থানার উপপরিদর্শক  (এসআই) মাসুম বিল্লাহ জানান, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক ও এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানানো যায়নি।

অবশ্য পরে পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার জসীম উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত চলছে। আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের